মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর শহরের গোরস্থান পাড়ার বাসিন্দা, সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ভোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আজ বিকেলে পৌর গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।