বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

December 17, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরের দিকে পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আকতার ‍খানম, পিপিএম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবদুল করিম প্রমুখ। অনুষ্ঠানে পুলিশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পুলিশের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।