মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের ভর্তুকির চেক প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিলারদের মাঝে ভর্তুকি চেক প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক প্রদানের উদ্বোধন করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক কিতাব আলি।
ভিডিও কনফারেন্সের জুমের মাধ্যমে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
পরে মেহেরপুর জেলার ৪৬ জন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মধ্যে ৬৩ লক্ষ,৩৪ হাজার ২৫০টাকার ভর্তুকির চেক প্রদান করা।এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,সরকারি কমিশনের সুজন দাস, অনিক ইসলাম, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।