মেহেরপুর নিউজ, ১১ অক্টোবর:
মেহেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব।
মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের ভৈরব নদে এ প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এর আগে বিকেলে মেহেরপুর শহেরর বিভিন্ন মন্দির থেকে প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্রাচার্যসহ সকল মন্দিরের পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবার জেলার তিনটি উপজেলায় ৩৫টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে শহরে ৫টি সহ সদর উপজেলায় ১৩টি, গাংনী উপজেলায় ১৬টি এবং মুজিবনগর উপজেলায় ৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়। যা আজ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো।