আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুনঃ
ফরমালিন যুক্ত আমে যখন বাজার ছয়লাভ ঠিক তখনই বিষ মুক্ত আম চাষ করে সফলতা লাভ করেছে আম চাষী আব্দুস কুদ্দুস। তার বাগানে এক মাত্র ফরমালিন মুক্ত আম পাওয়া যাচ্ছে। আর এই বিষ মুক্ত আম কেনার জন্য প্রতিদিন তার বাগানে দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছে। সরেজমিনে শহরের পৌর ঈদগাহ পাড়ায় অবস্থিত আব্দুস কুদ্দুসের বিষ মুক্ত আম বাগানে গিয়ে দেখা যায়, বাগানের প্রবেশ গেটে বিষ মুক্ত আম পাওয়া যায় বলে বড় একটা সাইন বোর্ড দেওয়া আছে।
বাগানে বিষ মুক্ত আম কিনতে আসা তারিক জানান, এখন বাজারে সব ফরমালিন দেওয়া আম বিক্রয় হচ্ছে। তাই বিষ মুক্ত আম কিনতে এই বাগানে এসেছি।
গাংনী শহরের আব্দুল খালেক বলেন, আমার ছেলে কুয়েত প্রবাসী তার কাছে ফরমালিন মুক্ত আম পাঠাবো বলে গাংনী থেকে এখানে আম কিনতে এসেছি। কারন বাজারে যে আম বিক্রয় হচ্ছে তাতে সব বিষ দেওয়া। তাই বিষ খাওয়ার চেয়ে না খাওয়া ভাল। অনেকের মুখে এই বাগানের কথা শুনে এখান থেকে এক মন (৪০ কেজি) আম ক্রয় করলাম।
এই বাগানে আম কিনতে আসা আরো কয়েক জন ক্রেতা বলেন, এখন বাগানে হিমসাগর আম পাওয়া মুশকিল। কিন্তু এই বাগানে ফরমালিন ও বিষ মুক্ত আম আছে। এবং আমাদের সামনে গাছ থেকে আম পেড়ে বিক্রয় করছে। দাম বাজারের আমের চেয়ে একটু বেশি হলেও বিষ মুক্ত আম খেতে পারছি এটা বড় কথা।
বিষমুক্ত আম বাগান মালিক আব্দুস কুদ্দুস মেহেরপুর নিউজকে বলেন, গত দুই বছর আগে আমি আমার এই বাগানে সিনজেন্টা কোম্পানির বিষ প্রয়োগ করে আমার বাগানে কোন আম আসেনা। তার পর থেকে আমি বিষ মুক্ত আম বাগান তৈরি করি। এই বছর আমি এই বাগানটি ১লক্ষে টাকায় ক্রয় করি। আমি প্রতি কেজি আম প্রথমে ৮০ টাকা ও এখন ১০০ টাকা করে বিক্রয় করছি। এবার ১লক্ষ৭০ হাজার টাকা বেচা কেনা হয়েছে। এবার আমার এই বাগান থেকে ৬০ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।
তিনি আরো বলে আমার বাগানে আমের গুটি হওয়া থেকে এই পর্ষন্ত আমে কোন প্রকার বিষ প্রয়োগ করা হইনি।
এবিষয়ে মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এম এ হালিম বলেন, মেহেরপুর জেলায় বিষ মুক্ত আম পাওয়া কঠিন। তবে আব্দুস কুদ্দুস নামের এক আম চাষী এবার বিষ মুক্ত আম বাগান তৈরি করেছে। তার বাগান শুরু থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে বিষ মুক্ত আম চাষের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এবং তিনি এবছর বিষমুক্ত আম চাষ করে সফলতা লাভ করেছে। এবং আমরা প্রতিটি আম চাষীদের বিষ মুক্ত আম চাষের জন্য বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।