মেহেরপুর নিউজ, ১৫ অক্টোবর:
মেহেরপুরে আলোচনা সভা, র্যালী ও হাত ধোয়ার মধ্যে দিয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক খায়রুল হাসানের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে হাত ধোয়ার আয়োজন করা হয়। হাত ধোয়া শেষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকোশল অধিদপ্তরের উদ্যেগে পরে জেলা প্রশাসন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, উপজেলা নির্বাহী আফিসার মো: মাসুদুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার, সেভ দ্যা চিলডে্েরনর ব্যবস্থাপক দেলদার মাহামুদ প্রমুখ বক্তব্য রাখেন।