মেহেরপুর নিউজ:
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের সভাপতিত্বে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্সপেক্টর বজলুর রহমান, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী,ডিসটিক সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. উম্মে হুমায়রা আয়েশা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইনজামামুল হক, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার এস এম শফিউল ইসলাম প্রমুখ।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের নেতৃত্বে র্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিন করে।