অন্যান্য

মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 08, 2015

মেহেরপুর নিউজ,০৮ মে: বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে  আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

শুক্রবার সকালে জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সভাপতিত্বে সকালে শহীদ সামুসজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালী বের করা হয়। বাদ্যোর তালে তালে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে গোলাম রসুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বর ও জেলা সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা সদস্য কে এম আতাউল হাকিম লাল মিয়া, আলহাজ্ব আশকার আলী, আ্যাড. শফিকুল আলম প্রমুখ।