আলোচনা সভা ও র্যালীর মধ্যদিয়ে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, ডা. আলোক কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন ডা. ফয়সাল আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সুপার ডা. তাহাজ্জেল হোসেন, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ডা. রফিকুল আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন রাহার, ইপিআই সুপার আঃ সালাম প্রমুখ।
এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ একটি র্যালী বের করা হয়। সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনের নেতৃত্বে পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে র্যালীটি সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন , জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, ডা. আলোক কুমার দাস, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
# নিজস্ব প্রতিনিধি #