অন্যান্য

মেহেরপুরে বিশ্ব বর্ন বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 21, 2015

মেহেরপুর নিউজ,২১ মার্চ: বিশ্ব বর্ন বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টি অধিকার আন্দোলন ( বিডিইআরএম) এর উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টি অধিকার আন্দোলন ( বিডিইআরএম) এর সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক জয় হালদার, সদস্য শ্যামল, দিপক, ভোলা, পরিতোস, পাপ্পু, আরোতি, স্বর্নিল প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বৈষম্য বিলপ আইন অবিলম্বে প্রনয়নের দাবী জানানো হয়।