মেহেরপুর নিউজ, ১ জুন:
মেহেরপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যেগে আলোচনা সভা,র্যালী ও শিশুদের দুধ পান করাণোর মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, ডিএস নুর আলম, সামসুজ্জোহা প্রমুখ।
এর আগে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির নেতৃতে র্যালীটি কোর্ট সড়ক প্রদক্ষিণ করেন। র্যালী শেষে শিশুদের বিশুদ্ধ দুধ পান করানো হয়।