মেহেরপুর নিউজ, ১১ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। আয়োজনের মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
বুধবার সকাল পৌনে ১০ টার দিকে দিবসটি পালন উপলক্ষ্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালীতে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস,মেহেরপুর পৌরসভা প্যানেল মেয়র শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: অলোক কুমারদাসসহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্ত উপস্থিত ছিলেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. অলোক কুমার দাস। পরে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী বাগোয়ান স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মনোয়ারা খাতুন, শ্রেষ্ঠ পরিদর্শক কুতুবপুর ইউনিয়ন পরিষদের আজাদ রহমান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি বুড়িপোতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ফিরোজা খাতুন, শ্রেষ্ঠ কল্যান কেন্দ্র বাউট স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, মটমুড়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা গাংনী, শ্রেষ্ঠ বেসরকারি সেচ্ছা সেবী সংস্থ্যা সিবিডি ও ক্লিনিক ভিত্তিক পলাশী পাড়া সমাজ কল্যান সমিতি। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি কুতুবপুরের ফিরোজা বেগম, পরিদর্শিকা কুতুবপুরের ঝর্ণা মন্ডল, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বুড়িপোতা ফিরোজা খাতুন, পরিদর্শিকা কুতুবপুরের আজাদ রহমান, কেন্দ্র কুতুবপুর ইউনিয়ন কেন্দ্র, ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন সেচ্ছা সেবী সংস্থা পলাশী পাড়া সমাজ কল্যান সংস্থা ও ক্লিনিক ম্যানেজার পলাশী পাড়া সমাজ কল্যান সংস্থাকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আজকে ফ্রান্সের মতো দেশে লোকসংখ্যা মাত্র ৫ কোটি। দেশের আয়োতন আমাদের চেয়ে ৫গুন বেশি। অথচ আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তিনি বলেন আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে। আগে কিন্তু ছেলে মেয়ে হিসাব করতে করতে অনেক নিয়ে ফলাতো কিন্তু এখন মানুষ চালাক হয়েছে। মাঠ কর্মীদের আরো সজাগ থাকতে হবে। জন সংখ্যা সম্পর্কে আরো বেশি করে সচেতন করাতে হবে।