মেহেরপুর নিউজ,০২ এপ্রিল: “অটিজম লক্ষ্য ২০৩০ স্নায়ু বিকাশের ভিন্নতায় একীভূত সমাধান” প্রতিপাদে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুর হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, পলাশি পাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, প্রবিশনার অফিসার জহির উদ্দিন, ওমর ফারুক প্রমুখ।