অন্যান্য

মেহেরপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

By মেহেরপুর নিউজ

April 02, 2015

মেহেরপুর নিউজ,০২ এপ্রিল:

অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা” এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আশকার আলী, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমী মোড়ে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।