মেহেরপুর নিউজ, ১৩ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর গ্রামের দুস্থ মহিলা তাঁতীদের মাঝে বিনামূল্যে সুতা বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় মেহেরপুর মহিলা ক্লাবের উদ্যোগে ওই গ্রামের অস্বচ্ছল তাঁতীদের মাঝে ১ বস্তা করে সুতা বিতরণ করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুতা বিতরণ করেন। এসময় মেহেরপুর মহিলা ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী অ্যাড. লতিফা খানম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল আমিন, সহকারী কমিশনার শুভ্রা দাস সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুতা বিতরণ অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিলুপ্ত প্রায় তাঁত শিল্পকে পূর্ণ উজ্জীবিত করার লক্ষে মেহেরপুর মহিলা ক্লাবের সদস্যরা যে উদ্যেগ গ্রহন করেছেন সে উদ্যোগকে আমরা ¯^াগত জানায়। তিনি বলেন, বর্তমান সমাজে আমরা সব সময় পাওয়ার আশা করি। কিন্তু দেওয়ার তৃপ্তিই আলাদা। মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরী বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে এগিয়ে আনতে সহযোগিতা করছি মাত্র। আমাদের এই উদ্যেগে যাতে নারীরা তাদের পায়ে দাঁড়াতে পারে তবেই আমাদের এই উদ্দ্যেগ সফল হবে। তিনি বলেন, আমরা যাচাই বাছাই করে অস্বচ্ছল মহলিা তাঁতীদের মাঝে সুতা বিতরণ করছি। অনুষ্ঠানে রাজাপুর গ্রামের ৯ জন অস্বচ্ছল তাঁতীর মাঝে সুতা বিতরণ করা হয়। এর আগে শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের ১০ জন তাঁতীকে অনুরুপ সুতা বিতরণ করা হয়েছিল।