খেলাধুলা

মেহেরপুরে বিলুপ্তপ্রায় সিন্দুর টোকাটুকি খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

January 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় সিন্দুর টোকাটুকি খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জিনিয়াস ল্যাবরেটরী স্কুলের মেয়েরা খেলায় অংশ গ্রহণ করে। খেলায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ খেলার উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় দুটি দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে বসে থাকার পর এক পক্ষের দলনায়ক অপরপক্ষের খেলোয়াড়দের চোখ ধরে নিজ দলের খেলোয়াড়কে ডেকে কপালে টোকা মেরে নিজ আসনে গিয়ে বসার পর চোখ ধরা খেলাটির চোখ ছেড়ে দিয়ে তাকে বলতে হবে, কে তার কপালে টোকা দিয়েছিল। বলতে পারলে সে দলে খেলোয়া একলাফ মেরে সামনের দিকে এগিয়ে যাবে। বলতে না পারলে প্রতিপক্ষের খেলোয়াড় এক লাফ সামনের দিকে এগিয়ে যাবে। বিলুপ্তপ্রায় এই খেলা দেখার জন্য বিপুল পরিমাণ দর্শক মেহেরপুর স্টেডিয়াম মাঠে সমবেত হন।