অন্যান্য

মেহেরপুরে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 14, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি: মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে  শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার বিকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইব্দুল কাদির উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক মুফতি আবুল কালাম কাসেমী, জেলা সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা সভাপতি মীর মালেকুজ্জামান মারুফ, সহ-সভাপতি হাসানুল ইসলাম, আমিরুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আশারায়ে মুবাশ্বারা মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ মেহেরপুর জেলা দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল হান্নানের উদ্যোগে বুধবার বিকালে মেহেরপুর আশারায়ে মুবাশ্বারা মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আব্দুল হান্নান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করে।

সুপার ষ্টার ওয়ার্ল্ডের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

এর আগে সুপার ষ্টার ওয়ার্ল্ডের উদ্যেগে ও আলেয়া ষ্টোর সহযোগিতায় ভুমি অফিস পাড়া এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আলহাজ্ব আলী হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় মাহাব্বত হোসেন, জহুরুল ইসলাম, রানা মিয়া সেখানে উপস্থিত ছিলেন।