মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ জানুয়ারি:
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জনকে আটক করেছে। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব ও গাংনী থানার ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টীম এ অভিযান পরিচালনা করেন। আটকদের মধ্যে মেহেরপুর সদর থানায় রয়েছেন ৫ জন ও গাংনী থানায় ১ জন আসামী।আসামীদের মধ্যে ৩ জন মাদক মামলা ও ৩ জন নিয়মিত মামলার আদালতের পরোয়ানাভূক্ত আসামী।
আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।