মেহেরপুর নিউজ:
২০২১ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের কাছে বই বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের কাছে বই তুলে দেন। সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।