মেহেরপুর নিউজ: মেহেরপুর জেলা হিন্দু ধমীয় কল্যান ট্রাষ্টের উদ্যোগে শারদীয় দূর্গপূজা উপলক্ষে প্রধান মন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগত ২৫ হাজার টাকা বিতরন করেন।
এসময় সেখানে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সহকারী প্রকল্প পরিচালক মনি শংকর কিওনীয়া, এফএম হ্যাপী সাহা প্রমুখ।
এসময় মেহেরপুর জেলা প্রশাসক ৯টি পূজা মন্দিরকে এই অর্থ সহায়তা করেন। এর মধ্যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির গোভীপুর ২ হাজার, চাঁদবিল রাধা সেন মন্দির ২ হাজার, বামনপাড়া সার্বজনীন পূজা মন্দির ২ হাজার, কোমরপুর সার্বজনীন পূজা মন্দির ৩ হাজার, দারিয়াপুর সার্বজনীন পূজা মন্দির ৩ হাজার, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির গাংনী ৪ হাজার, ভোমরদা কালী মন্দির গাংনী ৩ হাজার, শ্রী শ্রী হরিজন পূজা মন্দির ৩ হাজার, মহাজনপুর দূর্গপূজা মন্দির ৩ হাজার বিতরন করা হয়।
এছাড়াও মেহেরেপুর লেডিস ক্লাব বামনপাড়া হিন্দু ধমীয় মহিলাদের পূজা মন্ডবকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। সন্ধ্যায় মেহেরপুর লেডিস ক্লাবের সভানেত্রী নাজমুন নাহার চৌধুরী, সহ- সভানেত্রী মিসেস তাহেরা রহমান উপস্থিত থেকে বামনপাড়া মন্দির কমিটির সভানেত্রী বাশন্তি দাসের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।