মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: বনার্ড র্যালী, আলোচনা ও পুস্পমাল্য অর্পনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মেহেরপুরে ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মাঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বনার্ড র্যালী বের করা হয়। র্যালীটি শহীদ সামছুজোহা নগর উদ্যোনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ের কাছে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্রাচার্য, জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য শামীম আরা হীরাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহন করেন।
র্যালী শেষে জেলা প্রশাসক চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রথমে জেলা বাশীর পক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলাম পুস্পমার্য অর্পন করেন।
পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্দিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, যুব মহিলা আওয়ামীলীগ, জাতীয় মহিলা সংস্থা, সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, পৌর কলেজ, যুব উন্নয়ন,জেলা যুবলীগ, ছাত্রলীগমেহেরপুর থিয়েটার, জিনিয়াস ল্যাবলেটরি স্কুল, জেলা শিল্পকলা একাডেমি, টেকনিক্যার স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদআধা প্রজন্মলীগ, প্রথমিক শিক্ষা বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।
জেলা জাতীয় মহিলা সংস্থা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকালে সংস্থা মিলনায়তনে কেক কাটাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রুথ শোভা মন্ডল, লতিফন নেছা, রোকসানা কামাল, মোমেনা খাতুন, প্রমুখ। এসময় সেখানে কেক কাটা হয়। এর আগে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
বিএমএ ও স্বাচিপ বিএমএ ও স্বাচিপের উদ্যোগে জেনারেল হাসপাতাল মিলনায়তনে হাসপাতালে অবস্থারত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা, আবু তাহের সিদ্দিকী, স্বাচিপের সম্পাদক ডা. তাপস কুমার, মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. মিজানুর রহমান, আরএমও ডা. অলোক কুমার, ডা. বিপুল কুমার, ডা. খালেদ শাহারিয়ার, ডা. মৃনাল কান্তি প্রমুখ। এসময় ৩০ জন শিশুর মাঝে পোশাক বিতরণ করা হয়।
ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে কেক কাটা ও সাইনটিফিক সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের কুটুম বাড়িতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ডা. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ডা. হিমাংশু পোদ্দার, ডা. হারুনুর রশিদ পলাশ। বক্তব্য রাখেন উত্তম কুমার ভৌমিক, তাহেরুল ইসলাম, তানভির আহামেদ প্রমুখ।
এর আগে সেখানে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন পালন করা হয়।