মেহেরপুর নিউজ,১৬ ফ্রেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার সকালে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায়্ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহসমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, ভাইস চেয়ারম্যান মাহবুব উল আলম, রোমানা আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
কুতুবপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা
এদিকে, সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায়্ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহসমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান, (রাজস্ব) হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান প্রমুখ। এর আগে তিনি কুতুবপুর ইউনিয়ন ই-তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
আমঝুপি ইউনিয়ন পরিষদে মতবিনিময়
পরে,আমঝুপি ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়্ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহসমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান, (রাজস্ব) হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, ইউপি সদস্য জাফর ইকবাল প্রমুখ। এর আগে তিনি আমঝুপি ইউনিয়ন ই-তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে বিভাগীয় কমিশনার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, প্রধান শিক্ষক মামুল ইসলাম বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান।