মেহেরপুর নিউজ,০৫ মে: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে মোবাইল চার্জ দিতে গিয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (২০) নামের এক যুবতীর মুত্যু হয়েছে। নিহত যুবতী একই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার সকাল পোনে ১০ টার দিকে আছিয়া খাতুন মোবাইলে চার্জ দিতে গিলে অসাবধানবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
অপরদিকে পাটকেল পোতা গ্রামের কছিম উদ্দীনের ছেলে বিদ্যুৎ মিস্ত্রি আলা উদ্দীন (৪৪) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। মঙ্গলবার দুপুরে সিংহাটি গ্রামের আফেল উদ্দীনের বাড়িতে বৈদুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় সে।