বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 13, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন।

মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৯ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, বিআরডিবির কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।