আইন-আদালত

মেহেরপুরে বিচারপতিদ্বয়ের সাথে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

March 17, 2019

মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: বাংলাদেশ সুপ্রিম কোট এর হাইকোট ডিভিশনের বিচারপতি মো: আবুজাফর সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসনের কমকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিচারপতি মো:আবু জাফর সিদ্দিকী বলেন, ১৯৭১ সালে ১৭ এপ্রিল আমি স্কুলে পড়াকালীন সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ইতিহাস খ্যাত সেই মুজিবনগর তথা মেহেরপুরে মাটিতে আবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন, মেহেরপুরের প্রতিটি পেশার মানুষই আজ অতান্ত সৌভাগ্যবান । যে এই পবিত্র স্থানে কাজ করতে পারছেন। অপর বিচারপতি এ কে এম জহিরুল হক বলেন, ইতিহাস খ্যাত মেহেরপুর তথা মুজিবনগরের মাটি আসা মানে নিজেকে সৌভাগ্য মনে করা, যেটি আজকে আমার কাছে মনে হচ্ছে। তিনি বলেন, এখানকার মাটি যেমন উর্বর তেমনী মানুষ আনেক ভাল এবং আতিথিয়েতায় দিক দিয়েও তারা অনেক এগিয়ে। মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি ইব্রাহীম শাহীন। এর আগে বিচারপতিদ্বয় সার্কিট হাউজে এসে পৌছালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজি রহমান জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি ইব্রাহীম শাহীন, সম্পাদক আবু সালেহ মো: নাছিম তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান । এসময় পুলিশের একটি চৌকশ দল বিচারপতি দ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন ।