খেলাধুলা

মেহেরপুরে বিকেএসপি’র তৃণমূলে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় বাছাই

By মেহেরপুর নিউজ

March 31, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় বাছাই করা হবে।

আগামী ৪মে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি,ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বছর বয়সী এবং বক্সিং, জিমনাস্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে। আর্চারি, অ্যাথলেটিকস, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে উভয় এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাসাছ প্রশিক্ষণ প্রদান করা হবে।