মেহেরপুর নিউজ:
তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র উদ্যোগে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় বাছায়ের বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অধীনে ১৮টি ক্রীড়া বিভাগ, যথা- আর্চারি, অ্যাথলেটিকস, বাক্সেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ান্দো, টেবিল টেনিস, ভলিবল, উশু ও কাবাডি খেলায় এবং বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার ও টেনিস খেলায় ছেলেমেয়েদের নির্বাচন করার জন্য এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকেএসপির কারাতে কোচ ফয়সাল আলী, সাবিরুল ইসলাম প্রমূখ।