বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএসটিআই’র অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

By Meherpur News

April 29, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্টে অনুমোদনবিহীন কেক, বিস্কুট প্যাকেটজাত করে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার গিয়াস মিষ্টান্ন ভান্ডার, হোটেল বাজার নিউ বোম্বে এবং নিউ বেঙ্গল ব্রেকারীতে এ মোবাইল কোর্ট বসানো হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারীর নেতৃত্বে গিয়াস মিষ্টান্ন ভান্ডারে দই-এ মোড়ক জাতকরণ নিবন্ধন গ্রহণ না করে বিক্রি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৪১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে নিউ বোম্বে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করাই ৪১ ধারায় ৫ হাজার টাকা এবং নিউ বেঙ্গল বেকারিতে বিএসটিআয় থেকে লাইসেন্স গ্রহণ না করে কেক, ব্রেড বিস্কুট পণ্যের উৎপাদন করার অপরাধে ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআইয়ের পরিদর্শক সুমন কুমার পাল, সুপারভাইজার দীপঙ্কর কুমার দত্ত সেখানে উপস্থিত ছিলেন।