বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 06, 2025

মেহেরপুর নিউজ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী ফজলু খান, মেহেরপুর হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি বাবু সাবের, জেলা যুবদলের সম্পাদক সাইদুর রহমান সুজন, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে এই ৩১ দফা নিয়ে আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন। আপনারা চায়ের দোকানে যাবেন কারন ৩১ দফায় কি আছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে।