রাজনীতি

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

December 23, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ডিসেম্বর: কৃষকের উৎপাদিত পণ্যের নায্যমূল্যে বৃদ্ধি এবং সার, বীজ, ডিজেল সহ সকলকৃষি উপকরণের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষকদল। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কার্যালয় সড়ক পদক্ষিন করে। পরে কার্যালয় সংলগ্ন সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রব মাষ্টার, মাহবুবর রহমান, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেয়।

 

পরে মাসুদ অরুনের নেতৃত্বে কৃষকদলের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় এনডিসি আমীনুল ইসলাম তাদের স্মারক লিপি গ্রহন করেন। স্মারকলিপি প্রদান কালে জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রব মাষ্টার, মাহবুবর রহমান