মেহেরপুর নিউজ, ১৬ মে: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন মেহেরপুরের উদ্যোগে গম ও বোরো বীজ উৎপাদনের কৌশল শীর্ষক চুক্তিবদ্ধ চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন মিলনায়তনে কন্ট্রাক্ট গ্রোয়ার্স এর উপপরিচালক কে এম আবুল কালামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ট্রাক্ট গ্রোয়ার্স’র অতিরিক্ত মহাব্যবস্থাপক বিশ্বাস কুতুব উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিথ ছিলেন চিৎলা পাট বীজ খামারের যুগ্ম পরিচালক রেজাউল হুদা, বীজ প্রত্যয়ন কেন্দ্রের উপপরিচালক এন এ হালিম, আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের সহকারি পরিচালক জিয়াউর রহমান,বারাদি খামারের উপপরিচালক হাফিজুল ইসলাম প্রমুথ।