মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় বাসি ও পচা খাবার পরিবেশন করার অপরাধে দু’হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনীন সুলতানা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম শহরের বাসষ্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান চালায়। বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে বাসি ও পচা খাবার পরিবেশন এবং হোটেলে অপরিস্কার ও নোংরা পরিবেশ থাকায় শহরের হোটেল বাজার জামে মসজিদ-এর সামনে নূরজাহান হোটেলকে ৫ হাজার টাকা এবং মেহেরপুর বাসষ্ট্যান্ডের অপর আর একটি হোটেলে অপরিস্কার থাকায় ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।