আইন-আদালত

মেহেরপুরে বাল্য বিবাহের অপরাধে বরের ৫ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

September 13, 2019

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বর শাহিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার থানা পাড়ার নুরুল ইসলামের ছেলের সাথে সদর উপজেলার জুগিন্দা গ্রামের বেল তলা পাড়ার আমিরুল ইসলামের মেয়ে মহনা খাতুনের (১৪) । নানা আমঝুপি দক্ষিন পাড়ার খোকন আলীর বাড়িতে রাতের আঁধারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতি গোপনে  চলছিল বিয়ের  আয়োজন কিন্তু বাধ সাধে প্রশাসন।

মহনা খাতুন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।  মহনা খাতুনের বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিয়ের আসর থেকে বর শাহিনকে আটক করা হয়।

পরে আমঝুপি ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালতে তার এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন জানান, বাল্য বিবাহ বিরোধী আইন ৭ (ক) ২০১৭ (১) ধারা এ রায় দেওয়া হয়।