মেহেরপুর নিউজ,১৯ মার্চ: শিক্ষার্থীদের ঝড়ে যাওয়ার মূল কারণ বাল্যবিবাহ নাকি অন্য কিছু এর মূলকারণ খুজতে তিন দিন ধরে মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে জরিপ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সেভ দি চিলড্রেনের সহযোগীতায় ব্যাল্য বিবাহ প্রতিরোধ গবেষনা প্রকল্পের একটি প্রতিনিধি দল। সেভ দি চিলড্রেনের বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের কনসালটেন্ট রাবেয়া রওশনের নেতৃত্বে ৪ সদস্যর একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধিদলে অন্যান্যদের একই প্রকল্পের কনসালটেন্ট আফরোজ হুদা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শামিমা নাসরিন, কো রিসার্সার খাইরুল আমিন খান। কনসালটেন্ট রাবেয়া রওশন তার বক্তব্য মেহেরপুরে বাল্য বিবাহ, শিক্ষার্থীদের ঝড়ে পাড়ার হার যে ভয়াবহ তা তুলে ধরে প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেণ। এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা তুহিন আরন্য, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক পোলেন, সাংগঠনিক সম্পাদক ইয়াদুল মোমিন, নির্বাহী সদস্য মীর সউদ আলী চন্দন, সাধারন সদস্য ফারুক হোসেন, মুজাহিদ মুন্না প্রমুখ।