মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: মেহেরপুরে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও পিঁয়াজ বীজ উৎপাদন ,সংরক্ষন ও বিতরনের আওতায় বারী-৬ জাতের মসুর ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়া মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্টানে রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা নাসির উদ্দীন। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন,এ হালিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। মাঠ দিবসে বক্তারা জানান, বারী-৬ জাতের মসুর ফসলের ডাল হয় উন্নতমানের এবং ফলন হয় বেশী। চাষীরা এবার বিঘা প্রতি ৬-৭ মন ফলন পাচ্ছে। অল্প খরচে বেশী লাভ হওয়ায় আগামীতে এই জাতের মসুর বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।