আবু আক্তার মেহেরপুর নিউজ ২৪ ডট কম ১৮ মার্চ: কুমড়োর ফুলে ফুলে, নুয়ে পড়েছে লতাটা- সজনে ডাটায় ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা কবে তুই আসবি ? কবে তোর ছুটি ? চৈৗত্র মাস এলেই ছেলেকে সজনের ডাটা খাওয়ানোর জন্য এখনও অনেক মা এভাবেই অপেক্ষা করে। গরমের এই সব্জী আহারের পর তা মানুষের শরীরে ঠান্ডা এনে দেয়। তাই মেহেরপুরে এখনও মৌসুমী ও সুস্বাদু সব্জী সজনের ডাটার জনপ্রিয়তা কমেনি। এই জেলার অকিাংশ বাড়িতেই এখন সজনের গাছ আছে। আবার অনেকে এখন সজনের ডাটা চাষকে ব্যাবসা হিসাবে বেছে নিয়েছে। কেননা- সব্জী হিসাবে সজনের ডাটা চাষ অনেক লাভজনক। এই সুবিধা হলো বাড়ির আনাচে-কানাছে বা পতিত জমিতে এই গাছ লাগিয়ে চাষ করা যায়। এই সময়ের সবচেয়ে মূখরোচক, সুস্বাদু ও পুষ্টিকর তরকারী বলতে সজিনা ডাটা। বর্তমানে কাঁচা বাজার তালিকায় সজিনা ডাটা নেই এমন ক্রেতার সংখ্যা খুবই কম। এবার প্রতিটি গাছেই সজনের ডাটার প্রচুর উৎপাদন হয়েছে। সকলেই নিজের চাহিদা পূরণের পরও ডাটা বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে। আবার অনেকে বাণিজ্যিকভাবে সজনের ডাটা চাষ করে ব্যাবসায়িকভাবে সফল হয়েছে।