মেহেরপুর নিউজঃ
আগামীকাল রবিবারের মধ্যে বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা না দিলে সোমবার থেকে মেহেরপুরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক শামীমুল ইসলাম, তহ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস সামাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
সভায় ঘোষণা দেওয়া হয়, আগামীকাল রবিবার সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে মেলা বন্ধ করার আহ্বান জানানো হবে। যদি আগামীকাল মেলা বন্ধের কোন ঘোষণা না দেওয়া হয় তবে তাৎক্ষণিক সকল প্রকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে ১৪ এপ্রিল সোমবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করবে।
আলোচনা সভায় মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি, হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পরিবেশক সমিতি, তহ বাজার ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতিসহ সকল প্রকার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।