কৃষি সমাচার

মেহেরপুরে বাণিজ্যিকভাবে মালটা ও কমলা চাষ

By মেহেরপুর নিউজ

December 25, 2019

মেহেরপুর নিউজ, মেহেরাব হোসেন:

মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা লিটন শেখ একজন সৌখিন মানুষ ও উদ্যোক্তা, সে সৌখিন ভাবে চলতে পছন্দ করে। লিটন শেখ মিরপুরের স্টেডিয়ামপাড়া নিজ বাসস্থান এর পাশে কমলা চাষ করেছে। প্রথমে সে কোন লাভের আশায় বা ব্যবসা করার জন্য কমলা চাষ করেনি। প্রথমে শুরু করেছে শখের বশে ভালো ফলন পাওয়াই সে উদ্যোগ নেয় কমলা চাষ করবে।

লিটন প্রথমে বাসা বাড়ির ছাদে কমলা এবং মাল্টা গাছ লাগালেও পরে সে ২৫ কাঠা জমিতে মালটা, কমলা সহ আরো বিভিন্ন ফলের চাষাবাদ শুরু করেছে। কমলা চাষী লিটন জানিয়েছেন তার ২৫ কাঠা জমিতে বিভিন্ন প্রজাতির মালটা কমলা সহ আরো অনেক ফলের চাষাবাদ শুরু করেছে ।

এছাড়াও আরো ১০ কাঠা জমিতে থাই পেয়ারাও চাষ করেছে। তার ২৫ কাঠা জমিতে মোট ৩৫০ টি মালটা ও কমলা গাছ রয়েছে তার ভিতর ১৩০ টি কমলা ও বাকিগুলো মাল্টা গাছ। সে আরো জানিয়েছে মেহেরপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাতে সেই ফল রপ্তানি করে এবং সেইটা সে যথেষ্ট লাভবান হয়েছে।