মেহেরপুর নিউজ:
বাংলাদেশের পুষ্টিকর ফল এর নতুন সংযোজন হিসেবে ড্রাগন সম্প্রতি বেশ সুপরিচিত হয়ে উঠেছে গ্রামের হাট বাজারেও। এই ফল হয়ে দিনে দিনে সমাদৃত হবার পথে। পাশাপাশি বাণিজ্যিক ও ব্যক্তিগত বিভিন্ন পর্যায় শুরু হয়েছে চাষাবাদ।
বর্তমানে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে ড্রাগন ফল বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। কয়েক বছর পূর্বেও ড্রাগন ফল সম্পর্কে ধারণা ছিল না মানুষের প্রথমে কেউ কেউ শখের বসে এই ফল চাষ করেন। এখন মেহেরপুরের হরিরামপুরে অনেকটা বাণিজ্যিকভাবে চাষ শুরু হচ্ছে আধুনিক বিশ্বের সর্বাধুনিক ও বহুমুখী গুণে গুণান্বিত ফলের রাজা ড্রাগন ফল হাইড্রেোসেনাস এন্টেটাস।
ড্রাগন পাতাবিহীন এই গাছটি ক্যাকটাসের মতো দেখতে। এই গাছটিকে অনেকটা ক্যাকটাস মনে হয়। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ড্রাগন ফল চাষের অনুকূলে হওয়ায় বর্তমানে অনেকে বাণিজ্যিকভিত্তিতে অল্প জায়গায় স্বল্প খরচে চাষ করা যায় । ড্রাগন এই ফলটি বিক্রি করেও বেশ ভালই লাভ হয়।
মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নিজ উদ্যোগে তার প্রায় ২৫ কাঠা জমিতে ড্রাগন ফলের চারা রোপন করেন। চারা রোপণ কালে মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন ২৫ কাঠা জমিতে প্রায় ৫ হাজার চারা রোপন করা হবে। এতে সর্বমোট ব্যয় হবে ৬ লক্ষ টাকা।
আগামী এক বছরে ফল পাওয়া যাবে প্রায় ৩ লক্ষ টাকার পর্যায়ক্রমে প্রতিবছরের ফল বিক্রির পরিমাণ বেড়ে যাবে। তিনি জানান, ইন্টারনেটের মাধ্যমে ড্রাগন চাষ দেখে আমি অভিভূত হয়ে এবং আমার নিজ জমিতে ড্রাগন চাষ করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করি। কয়েকদিন পূর্বে যশোর থেকে ৫ হাজার চারা সংগ্রহ করি। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে চারা রোপনের মধ্য দিয়ে ড্রাগন চাষ শুরু করা হয়।