অন্যান্য

মেহেরপুরে বাউল ফকিরকে নির্যাতন ও গুরু সাধনা করতে না দেয়ার প্রতিবাদে মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

August 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ফকির আবু বক্করের মাথার চুল কেটে দেয়া, শারিরিকভাবে নির্যাতন ও গুরু সাধনা করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার লালন শাহ সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার বাউল ফকিররা। রোববার সকাল ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা লালন শাহ সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি ফকির ছানোয়ার শাহ’র নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংস্থার সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন জুরুন শাহ সহ দুই জেলার লালন অনুসারী বাউল ফকিররা অংশ গ্রহন করেন।পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে বাউল ফকিররা।