মেহেরপুর নিউজ:
জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সূচনা করা হয়। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি নাহিদ মাহামুদ সনি, যুগ্ম সম্পাদক আমির হাসান হিমেল, সহ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফিরুল ইসলাম, গাংনী উপজেলা সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, শিশির আহমেদ শাকিল দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় সেখানে দলীয় সংগীতের সুরে এক ঝাঁক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি নাহিদ মাহামুদ সনির নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে বাদ্যের তালে তালে কলেজ সড়ক, হোটেল বাজার, বড়বাজার মোড় ঘুরে ওয়াপদস সড়ক হয়ে সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে লাল পেড়ে সবুজ শাড়ি পরিহিত ছাত্রদলের মেয়েরা একটি বিশাল দলীয় পতাকা বহন করে। এরপরেই ছাত্রদলের নেতাকর্মীরা মাথায় লাল সবুজ টুপি পরে শোভাযাত্রার শোভা বর্ধন বৃদ্ধি করে।
শোভাযাত্রার পিছনে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদসহ বিএনপি এবং ছাত্রদলের প্রাক্তন নেতারা অংশ অংশগ্রহণ করেন। পরে সরকারি কলেজ মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিকে এর আগে সকাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের প্রাক্তন এবং বর্তমান নেতা কর্মীরা কলেজ মাঠে এসে সমবেত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে সেখানে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসারুল হক, মোঃ আব্দুল্লাহ, এম এ কে খায়রুল বাশার, ওমর ফারুক লিটন, মেহেরপুর পৌর বিএনপি সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মিলন,হাসিবুজ্জামান স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, আবদাল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।