বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসমাবেশ

By মেহেরপুর নিউজ

February 17, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়। সোমবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জো নগর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি হোসাইন আহামাদের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আমির আল্লামা মামুনুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা সারাফাতুল্লাহ, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

গণ সমাবেশে মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মিনারুল ইসলাম,সহসভাপতি মুফতি সাদিকুর রহমান,সহসাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।