বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

July 07, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের মহাদুর্যোগ নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য অনুদান ও স্কুল রক্ষার জন্য প্রণোদনা প্রদানের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফতাব আলী খান, সহ-সভাপতি জানে আলম, সদস্য ফজলুল হক মন্টু,শাফিউর রহমান সুরুজ, ফাইল উদ্দিন প্রমুখ।

পরে দুপুরের দিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম স্মারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে সম্পাদক আফতাব আলী খান, সহ-সভাপতি জানে আলম সদস্য ফজলুল হক মন্টু,শাফিউর রহমান সুরুজ, ফাইল উদ্দিন,ফজলুল হক সেন্টু। পরে জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে মেহেরপুর নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।