মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য সাজে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা মেহেরপুরে।
মেহেরপুরে ইসকন প্রচার কেন্দ্র এবং নায়েব বাড়ি পূজা মন্দির কমিটির উদ্দ্যোগে পৃথক পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে মেহেরপুর শহরের শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির থেকে ইসকন প্রচার কেন্দ্রের এবং নায়েববাড়ি পূজা মন্দির থেকে রথযাত্রা বের ইসকন প্রচার কেন্দ্র শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রা শেষ হয়।
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও পিপি পল্লব ভট্টাচার্যের নেতৃত্বে ইসকন প্রচার কেন্দ্রের রথযাত্রা অন্যদের মধ্যে ইসকনের মেহেরপুর শাখার পরিচালক সুমহান মুকুন্দ ব্রহ্মচারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতী কুমার বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট পবিত্র সরকার সহ হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেন। এদিকে নায়েব বাড়ির রথযাত্রা নায়েব বাড়ি পূজা মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহার নেতৃত্বে রথযাত্রা কয়েক-শ ভক্ত অংশগ্রহণ করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।