মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারি:
বয়সে নবীন হলেও “মানুষ মানুষের জন্য” এই মন্ত্র নিয়ে যাঁদের নিরন্তর পথচলা। পথে ঘাটে অভাবী নারী পুরুষ শিশু দেখলেই তাদের দু;খ যন্ত্রনার খোঁজ নেওয়া, তাদের সাথে আড্ডা, খেলা, খাওয়া দাওয়া করে নিরন্নর মলিন মুখে হাসি ফুটিয়ে তোলা যাঁদের কাজ। মেহেরপুরে এমন একটি মানবিক বন্ধু সংগঠনের নাম- এক চিলতে হাসি।
বুধবার সকালে এই সংগঠনের সদস্যরা শহরের ওয়াপদা মোড়, গো-হাট সহ বিভিন্ন স্থানে গিয়ে সুবিধা বঞ্চিত শিশু ও নারীদের খুঁজে নিজেদের গচ্ছিত অর্থে কেনা শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় এচিহার সংগঠক শারমিন সুলতানা মেধা জানান, সমাজে সকলে মিলেমিশে ভাল থাকার জন্য তাদের এই ছোট্ট প্রচেষ্টা। এখন সকলেই শিক্ষার্থী। তাই সাধ ও সাধ্যের সমন্বয় হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চান। অপর সদস্য অরিন রিয়াসাত রতি জানান, মানুষের মুখে হাসি ফোটানো অনেক কঠিন কাজ। কিন্তু নিরন্ন মানুষের মুখে হাসি ফুটানো খুবই সহজ। কেননা, তাদের চাহিদা খুবই সীমিত। নিরন্নের মুখের এক চিলতে হাসিতে আমরা খুবই আনন্দ পায়। তাই নিজেদের পথ খরচ বাঁচিয়ে কিংবা মা বাবার কাছ থেকে বায়না তুলে টাকা নিয়ে এই মানবিক কর্মকান্ড পরিচালনা করেন তারা।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সাফরিন আহমেদ রুমকী, সাজিদ হাসান, আলফেসানি বিদ্যুৎ, নাফিজ সাকিব ও মাশুক রায়হান। তারা জানান, ২০১২ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। তখন সদস্যরা দশম শ্রেণীতে পড়তো। এখন শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সমবয়সী। ২০ জন দিয়ে শুরু সংগঠনটির বর্তমান বন্ধু সদস্য সংখ্যা ৫২। নিজেদের সংগৃহিত অর্থে প্রতিবছর তারা ঈদে বঞ্চিত শিশুদের নতুন পোশাক দেয়। প্রতিবছর ছিন্নমুল শিশুদের নিয়ে ইফতারি এবং মৌসুমী ফল খাওয়ানোর আয়োজন করে। এছাড়া প্রতিবন্ধি শিশুদের সাথে আড্ডা দেওয়া ও খাওয়া, এতিম শিশুদের কাছে গিয়ে আনন্দ দিয়ে তাদের শিক্ষা উপকরণ দেওয়া এবং বৃদ্ধ অভাবীদের নানাভাবে পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠটির সদস্যরা। এভাবে “মানুষ মানুষের জন্য” মন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছেন শহরের এই নবীণ শিক্ষার্থীরা।