মেহেরপুর নিউজ,২৭ মার্চ: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী শ্যামপুর গ্রামের মালিথা বাড়ির উদ্যোগে জীম ফার্মেসীর সহযোগীতায় শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠক ইয়ার আলীর সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম বিশেষজ্ঞ লে. ক. (অব:) প্রফেসর ডা. মো: আব্দুল ওয়াহাব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর পৌর কলেজের প্রভাষক সোহরাভ উদ্দিন প্রমুখ। মেডিক্যাল ক্যাম্পে লে. কর্ণেল (অব:) প্রফেসর ডা. মো: আব্দুল ওয়াহাব সহ ৪০ জন চিকিৎসক এলাকার বিভিন্ন গ্রামের চর্ম, যৌন, এলার্জিসহ নানা রোগের ৫ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন । ওই সকল রোগীর মাছে প্রাথমিক ঔষধ সরবরাহ করা হয়।