আইন-আদালত

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে এক মহিলা ৫ বছর কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

October 29, 2024

মেহেরপুর নিউজ:

ফেন্সিডিল রাখার অভিযোগ মরিয়ম খাতুন মিতু নামের এক মহিলাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মনজুরুল ইমাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মরিয়ম খাতুন মিতু কুষ্টিয়া হাউজিং বি-ব্লক (গোলপুকুর বস্তি)’র আমির হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২৯ এপ্রিল তৎকালীন মেহেরপুর ডিবি’র এস আই শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী রানা সিনেমা হলের কাছ থেকে মরিয়ম খাতুন মিতুনকে আটক করেন। ঐ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং গাংনী থানা ১৮।

সেসন ১২৫/২১। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ৮জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন। আসামী মরিয়ম খাতুন মিতু পলাতক থাকায় তার আটকের দিন থেকে সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান কৌশলী ছিলেন।