মেহেরপুর নিউজ,১৫ মে: মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ বোতল ফেন্সিডিলসহ হরিরামপুর গ্রামের আহমদ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালের দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই জালালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে হাফেজ আলীর ছেলে আহমদকে ৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৭।