আইন-আদালত

মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে এক ব্যক্তির জেলা ও জরিমানা

By মেহেরপুর নিউজ

February 16, 2020

মেহেরপুর নিউজ:

ফেনসিডিল রাখার অপরাধে রফিকুল নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলীর আদেশ দেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম কুষ্টিয়ার শিলাইদহে ইউসুফ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৭ সালের ১৩ জুন গাংনী থানার পুলিশ ৩০ ফেনসিডিলসহ রফিকুল ইসলামকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ বি ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৮। জি আর কেস নং ১৮৯/ ২০১৭।

স্পেশাল ট্রাইব্যুনাল কেস নং ১৪৩/১৭। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এতে আসামি রফিকুল ইসলাম দোষী প্রমাণিত হয় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেন। মামলা রাষ্ট্রপক্ষ এপিপি মীনা পাল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।