মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিল এবং সাড়ে ৫ গ্রাম গাঁজা সহ লোকমান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার দিবাগতরাতে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল পশ্চিমপাড়া এলাকা থেকে লোকমান আলীকে আটক করা হয়। আটক লোকমান আলী খাসমহল পশ্চিমপাড়া এলাকার হকমান আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা লোকমান আলীর বাড়ি তল্লাশি চালান।এসনয় তার বাড়ি থেকে ৯ বোতল ফেনসিডিল এবং সাড়ে পাঁচ গ্রাম গাঁজাসহ লোকমান আলিকে আটক করেন। এ ঘটনায় গাংগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।